• প্রকাশিত : ২০১৯-০৯-১৩
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনায় জেলা উন্নয়ন ফোরামের ১৪ দফা দাবিতে মানববন্ধন

হুমায়ুন রাশেদ পাবনা  :- ১৪টি উন্নয়নের দাবী নিয়ে পাবনায় মানববন্ধন করেছে পাবনা উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন। গতকাল বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এ্যাডভোকেট মোশফেকা জাহান কনিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিক হাবিব, সহ সভাপতি হাবিবুর রহমান মোঃ সুরাপ উদ্দিন,  সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম মুরাদ, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান বিদ্যুত, ইঞ্জনিয়ার সায়হাম খানসহ সর্বস্থরের জনগন। আরো উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিঃ জেলা বোর্ড শাখঅর ব্যভস্থাপক খন্দকার আরিফুর রহমান, রোটিারিয়ান খন্দকার মোবিদুর রহমান সেতু, সাংবাদিক মোঃ সাইফুুল ইসলাম, যুবলীগ নেতা তানভীর ফয়সাল রিয়াদ, অমীত কবির খান, এহসানুল বাপ্পি  ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে পাবনার সুশিল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক নেত-কর্মী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক ও সর্বস্থরের জন সাধারন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উত্তর বঙ্গের প্রবশদ্বার হিসেব খ্যাত পাবনা আজ অবহেলিত। জেলার সার্বিক উন্নয়ন কর্ম-কান্ডকে জন সমৃক্ততাসহ সরকারের সাহায্য সহযোগিতা প্রাপ্তির লক্ষ্যে পাবনা জেলা উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। সরকারের সার্বিক উন্নয়নের কাজে সহযোগীতার মাধ্যমে নতুন প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা এবং লাগসই অবকাঠামোগত আর্থ-সামাজিক উন্নয়নমুলক কার্যক্রম করতে বদ্ধ পরিকর।  বক্তারা পাবনার কাজিহাট-আরিচা-দৌলদিয়া ওয়াই আকারের ২য় পদ্মা সেতু নির্মনের দাবি জানান। এ ছাড়া পাবনা থেকে সরাসরি ঢাকা-পাবনা  রেল সার্ভিস চালু, পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, পাবনায় অর্থনৌতিক অঞ্চল গঠন, পাবনা শহর আধুনিকায়ন এর দাবি জানানো হয়। এদিকে একই দাবিতে পাবনার ৫টি উপজেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি ঢাকা থেকে সার্বিক তত্বাবধান করেন পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি এসকে হাবিবুল্লাহ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat