ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল করিম বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ল

শেষ পর্যন্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় ক্রিকেটররা। প্রথম শ্রেনীর জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) অংশগ্রহণকারী ক্রিকেটাররা পেতে শুরু করেছে বর্ধিত হারে তাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
ক্রিকেটারদের ধর্মঘটের পর শনিবার ফের শুরু হয়েছে ২১তম এনসিএলের তৃতীয় রাউন্ডের খেলা। তবে লীগের প্রথম রাউন্ড থেকেই কার্যকর হবে বর্ধিত হারে বেতন ভাতাদি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আজ বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলোয়াড়দের আবাসন ভাতা বাড়ানো হয়েছে ৮০ শতাংশ, আর ম্যাচের দিন খাদ্য ভাতা বেড়েছে ৮৫ শতাংশ।একই সঙ্গে ক্রিকেটারদের যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে, সেই সঙ্গে হোটেল থেকে মাঠে যাতায়াতের জন্য বরাদ্দ করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বাস। এদিকে ক্রিকেটারদের ম্যাচ ফি ও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।টায়ার ওয়ানে খেলা প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে ৭১ শাতংশ। ফলে প্রতি ম্যাচের জন্য তারা এখন ৬০ হাজার টাকা করে পাবে। আগে তাদের ম্যাচ-ফি ছিল ৩৫ হাজার টাকা। দ্বিতীয় টায়ারের খেলোয়াড়দের ম্যাচ-ফি বাড়ানো হয়েছে শতভাগ। অর্থাাৎ আগে একটি ম্যাচের জন্য তারা যেখানে মাত্র ২৫ হাজার টাকা পেত, এখন থেকে তারা দ্বিগুন হারে অর্থাাৎ ম্যাচ-ফি বাবদ পাবে ৫০ হাজার টাকা।উভয় টায়ারের খেলোয়াড়রাই যাতায়াত ভাতা বাবদ পাবে ৩৫০০ টাকা। যেটি এর আগে ছিল ২৫০০ টাকা। এখন থেকে তারা দৈনিক ভাতা বাবদ পাবে ২৫০০ টাকা, আগে ছিল ১৫০০ টাকা। ঘরোয়া ক্রিকেটের মত আন্তর্জাতিক খেলায়ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিসিবি’র ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat