ব্রেকিং নিউজ :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল কুমিল্লা টাউন হল মাঠে আগামীকাল শিব নারায়ন দাশের প্রতি শেষ শ্রদ্ধা নীলফামারীতে ৩ হাজার ১৭০ জন চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ রবীন্দ্রনাথ বর্তমানে বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে : অর্থ প্রতিমন্ত্রী নাসুম-ইমরুল নৈপুন্যে ডিপিএলে অষ্টম জয় মোহামেডানের টাঙ্গাইলে সম্প্রসারিত হয়েছে আদা ও হলুদ চাষের জমি গোপালগঞ্জে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প চট্টগ্রামে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারাদেশে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে আজ নতুন পাঠ্যপুস্তক বিতরণ-২০২১ কার্যক্রম শুরু হয়েছে। বাসসসের সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
মেহেরপুর : সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও জেলা প্রাশমিক শিক্ষা অফিসের আয়োজনে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথামক বিদ্যালয়ে বই বিতরণের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপত্তিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল জুমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উদ্বোধন করেন।
জেলা প্রথমিক শিক্ষা আফিসার মহা. ফজলে রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( প্রশাসন) মো. তাজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. পল্লব ভট্টাচার্য, বিএম মডেল সরকারি প্রাথামক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম, রঘুনাথপুর কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, বিভিন্ন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিসহ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১২ লাখ ৬৬ হাজার ৯৪ টি বই বিতরণ করা হবে।
নড়াইল : জেলায় ২০২১ শিক্ষা বর্ষে মাধ্যমিক পর্যায়ে ১১লাখ ৯৩ হাজার পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে এবতেদায়ী ১ লাখ ২৩ হাজার ৫৮৬টি, মাধ্যমিক পর্যায়ে ৮লাখ ৬৬ হাজার ২৩০টি, মাদ্রাসা পর্যায়ে ১ লাখ ৭৫ হাজার ৫৬১টি, এস,সসি ভোকেশনাল ১১ হাজার ৬১৬টি, দাখিল ভোকেশনাল ৮ হাজার ৭৪৭টি বই বিতরণ করা হচ্ছে।
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষকগণ, সীমিত আকারে শিক্ষার্থী ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।
নওগাঁ : প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৪১ লাখ ৭ হাজার ৩০৩ টি এবং মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ২৪ হাজার ৮৩০টি বই বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে বই উৎসব শুরু হয়েছে।
সকাল ১০টায় শহরের হাটনওগাঁ উচ্চ বিদ্যালয়ে স্বস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ।এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার নায়ার সুলতানা, হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ পরাণ নয়নসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়ন পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করে ১২ দিনব্যপী বই উৎসব শুরু হয়েছে। নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবিব বই উৎসবের উদ্বোধন করেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা ইমরোজ-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল হক এবং জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। প্রথম দিনে প্রতি শ্রেণীর ৩ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat