খুলনা নগরীর বড়বাজার এলাকায় আজ এক মোবাইল কোর্ট ২ লাখ ২২ হাজার ৬২০ লিটার ভোজ্যতেল মজুতের দায়ে তিন তেল ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গুদামে অভিযান চালায়। এ সময় সদর কোম্পানি কমান্ডার এসপি আল আসাদ বিন মাহফুজের নেতৃত্বে র্যাব- ৬ এর একটি দল মোবাইল কোর্টকে সহায়তা করে।
মোবাইল কোর্টটি সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা, সাহা ট্রেডার্সের মালিক দিলিপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা এবং রনজিত বিশ্বাস এন্ড সন্সের মালিক অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, খুলনার তিনটি গুদাম থেকে ২ লাখ ২২ হাজার ৬২০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এবং জেলা প্রশাসন সরকারের সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.