গত বছরের মাঝামাঝিতে মুক্তি পায় বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সিনেমা ‘মিমি’। সিনেমাটি মুক্তির পর দারুণ ব্যবসাসফলের পাশাপাশি কৃতির লুক এবং অভিনয় প্রশংসিত হয় সবার কাছে। যার স্বীকৃতি পেলেন এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) ২০২২-এর ২২তম আসরে।
গত ৪ জুন শেষ হওয়া এই আসরে সেরা অভিনেত্রীর পুরস্কারটি নিজের করে নিয়েছেন তিনি। পুরস্কারটি পেয়ে দারুণ উচ্ছ্বসিত কৃতি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘স্বপ্ন সত্যি হলো! এমন সাফল্য পেতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই এবং নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না! আমার প্রথম আইফা পুরস্কার পেতে ৮ বছর লাগলো। কিন্তু আমি খুব খুশি কারণ মিমির জন্য পুরস্কারটি পেলাম। সিনেমাটি আমি চিরকাল ধরে রাখবো। এতে আমার চরিত্রটি সারাজীবন বিশেষ হয়ে থাকবে।’এছাড়া এমন অর্জনের জন্য আয়োজক কর্তৃপক্ষ এবং সিনেমাটির সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃতি।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.