মার্কিন যুক্তরাষ্ট্র রোববার বলেছে, জেরুজালেমের সীমানায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-জিগভিরের আজকের ‘উস্কানিমূলক সফরে উদ্বিগ্ন’।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, ‘পবিত্র স্থানটি রাজনৈতিক কারনে ব্যবহার করা উচিত নয় এবং আমরা সব পক্ষকে এর পবিত্রতা রক্ষার আহ্বান জানাই।’ খবর এএফপি’র।
মাত্র এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটি নাজুক গাজা যুদ্ধবিরতিতে বেন-জিগভির ও কয়েক হাজার ইহুদি জাতীয়তাবাদী পুরাতন নগরীটির মধ্য দিয়ে মিছিল করার তিন দিন পরে তিনি এ পরিদর্শন করলেন।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.