যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস সিটিতে রোববার একটি বারে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবর সিনহুয়ার।
কানসাস সিটি পুলিশ জানায়, এদের দু’জন ঘটনাস্থলেই নিহত হয় এবং তৃতীয় একজন পরে হাসপাতালে মারা যায়।
পুলিশ জানিয়েছে, আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.