ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩৪৪৫৪৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন ও রাশিয়া বৃহস্পতিবার তিন বছরেরও বেশি সময় পর তাদের প্রথম সরাসরি আলোচনায় বসতে চলেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ আলোচনায় অংশ নিচ্ছেন না। 

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে ইস্তাম্বুলে ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। তবে রাশিয়ার প্রতিনিধি দল কেবল নিম্ন-স্তরের একটি দলের নাম ঘোষণা করেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কয়েক সপ্তাহ পর যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আয়োজিত এক আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো দু’পক্ষের মধ্যে ফের সরাসরি এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুতিনের অনুপস্থিতির কারণে আলোচনাটি গুরুত্ব হারাবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দু’দেশের মধ্যে চলমান যুদ্ধটি ইউরোপের সবচেয়ে ভয়াবহ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে ভয়াবহ রক্তক্ষয়ী এ যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে রাশিয়া।

গত সপ্তাহে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর, পাল্টা প্রস্তাব হিসেবে পুতিন ১৫ মে ইস্তাম্বুলে এই আলোচনার প্রস্তাব করেন। জেলেনস্কি সেই প্রস্তাবে সম্মত হন।

তবে তিনি চলতি সপ্তাহে বলেন, পুতিন যদি নিজে এ আলোচনায় উপস্থিত না হন, তাহলে এটিই ইঙ্গিত দেবে যে, তিনি সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন।

জেলেনস্কি বলেন, ‘এটি তার যুদ্ধ। অতএব, আলোচনা তার সঙ্গেই হওয়া উচিত।’

ক্রেমলিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পুতিনের সহযোগী সাবেক সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের রাশিয়া-ইউক্রেনের মধ্যে আয়োজিত ওই আলোচনায়ও উপস্থিত ছিলেন তিনি।

পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ক্রেমলিনের পররাষ্ট্রনীতি সহকারী ইউরি উশাকভ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের আলোচনার নেতৃত্ব দেওয়ার পর, শীর্ষ আলোচক হিসেবে এই আলোচনায়ও তারা থাকবেন বলে গুঞ্জন উঠেছিল।

তবে এই আলোচনায় ক্রেমলিনের প্রতিনিধি দলের তালিকায় তাদের নাম নেই।

ইউক্রেনের ভূখণ্ডের ওপর রাশিয়ার ঐতিহাসিক দাবি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রভাবশালী মেদিনস্কি ছাড়াও ঘোষিত আলোচকের নামের তালিকায় অন্য তিন জন হলেন- উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন, উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন ও রাশিয়ার জিআরইউ সামরিক গোয়েন্দা সংস্থা’র পরিচালক ইগর কোস্ত্যুকভ।

-ইউরোপের নিষেধাজ্ঞার সতর্কতা-

এদিকে, ইউরোপীয় নেতারা ইস্তাম্বুলের এই আলোচনা ফলপ্রসূ না হলে, রাশিয়ার ওপর দ্রুত নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্কতা জানিয়েছেন।

আলোচনার প্রাক্কালে জেলেনস্কি বলেন, মস্কোর প্রতিনিধিত্বকারী হিসেবে কারা থাকবেন, তিনি তার ওপর ভিত্তি করে ইউক্রেনের পরবর্তী ‘পদক্ষেপ’ নির্ধারণ করবেন।

তিনি আরো বলেন, ‘আগামীকাল তুরস্কে ইউক্রেন যেকোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। আমরা বৈঠকে ভয় পাই না।’

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া থেকে কে আসবে, আমি তা দেখার জন্য অপেক্ষা করছি। তারপর আমি সিদ্ধান্ত নেব ইউক্রেন কী পদক্ষেপ নেবে।’

এদিকে, রাশিয়া জোর দিয়ে  বলেছে, এই আলোচনায়  ‘নাৎসিবাদ মুক্ত’ ও ইউক্রেনের ‘নিরস্ত্রীকরণ’সহ সংঘাতের মূল কারণগুলো চিহ্নিত করা হবে। এছাড়া ইউক্রেনকে রাশিয়ার সৈন্যদের দখলকৃত অঞ্চলের স্বীকৃতি দিতে হবে।

তবে কিয়েভ জানিয়েছে, তারা তাদের অঞ্চলগুলোকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে না।

তবে, জেলেনস্কি স্বীকার করেছেন যে, ইউক্রেন কেবল কূটনৈতিক উপায়ে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড ফিরে পেতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার তুরস্কে ন্যাটোর বৈঠকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগার সঙ্গে দেখা করেছেন। তিনি শুক্রবার ইস্তাম্বুলে থাকবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইঙ্গিত দিয়েছেন, তিনি তুরস্কে মধ্যস্থতার ভূমিকা নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat