ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৮
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব রেডক্রস-রেডক্রিসেন্ট দিবস পালিত , দিনাজপুরে ইউএনও কর্তৃক ২৮ টাকা কেজি দরে গম সংগ্রহের উদ্বোধন
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :- “সর্বত্র-সবার জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার নানা আয়োজনের মধ্যে দিনাজপুরে পালিত হলো ১৮৯তম বিশ্ব রেড ক্রস-রেডক্রিসেন্ট দিবস। সোমবার ১৮৯তম বিশ্ব রেড ক্রস-রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ৯টায় পাহাড়পুরস্থ ইউনিট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আটকে পড়া মানুষ উদ্ধারের মহড়া প্রদর্শিত হয়। সোসাইটির ভাইস চেয়ারম্যান বজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। আলোচনায় অংশ নেন সেক্রেটারী মোঃ আলাউদ্দীন, নির্বাহী কমিটির সদস্য কামরুল হুদা হেলাল, আলতাফুজ্জামান মিতা, রঞ্জিত কুমার সাহা, আবু ইবনে রজব এবং আজীবন সদস্য সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল করিম ও নুর সাবা বেগম। অনুষ্ঠান সঞ্চালন করেন সোসাইটির সহকারী পরিচালক আকরাম আলী খান।দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে সহযোগীতা করেন তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের কর্মকর্তারা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২টি গ্রুপে বিজয়ী ৬ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের আজীবন সদস্যগণ, যুব রেডক্রিসেন্ট সদস্যগণ এবং বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। পরে দুর্যোগ কবলিত উচু ভবন থেকে আটক মানুষদের উদ্ধারের মহড়া দেখানো হয়।    

দিনাজপুরে ইউএনও কর্তৃক ২৮ টাকা কেজি দরে গম সংগ্রহের উদ্বোধন

    আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :- সিএসডি ও পুলহাট এলএসডি খাদ্য গুদামে ২০৯ মেট্রিক টনসহ দিনাজপুরে ৪ হাজার ৫৬৮ মেট্রিক টন লক্ষ্য মাত্রা নির্ধারণ করে ২৮ টাকা কেজি দরে অভ্যন্তরিত গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার দিনাজপুর পুলহাট এলএসডি খাদ্য গুদামে গম সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। পুলহাট এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেক সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরুন্নবী, সিএসডি খাদ্য গুদামের ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, খাদ্য সংগ্রহ মনিটরিং কমিটির সদস্য শাহ ইয়াজদান মার্শাল ও আব্দুর রহমান বকুল। প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে বলেন, মানুষের খাদ্য হচ্ছে মৌলিক চাহিদা। অন্যান্য সকল চাহিদা পুরনের আগে মানুষের এই চাহিদা পুরন করা একান্ত প্রয়োজন। বাংলাদেশ সুজলা সুফলা শস্যের দেশ হলেও অনেক সময় প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে দেখা দিয়েছে খাদ্য সংকট। বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে খাদ্য সংকট দেশ থেকে সম্পূর্ণরুমে নিরমূল করা।    

দিনাজপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মজয়ন্তী। সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সকালে স্থানীয় নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর জেলা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক শাহজাহান শাহ, কবি আখতারুল আলম, নারী নেত্রী আজাদী হাই, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, পরিষদের রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, নুরুল মতিন সৈকত ও মানস ভট্টাচার্য্য। আলোচনা সভার পূর্বে শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।        

দিনাজপুরে পুলিশী অভিযানে ৩৩ জন গ্রেফতার

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-দিনাজপুরে পুলিশী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীসহ ৩৩ জন বিভিন্ন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ২৮ জন বিভিন্ন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে। এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat