বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা এমন সমস্যায় পড়েছেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের খবরে জানায়, ফেসবুকের পাশাপাশি ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইন্সটাগ্রাম এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিভিন্ন ওয়েবসাইটের তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, বুধবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টা ৪৯ মিনিট থেকে ফেসবুকে ছবি আপলোড ও ছবি না দেখানো ইত্যাদি সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।
এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে টুইটারে #facebookdown, #instagramdown, #whatsappdown হ্যাশট্যাগগুলো ট্রেন্ডিংয়ে চলে এসেছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.