কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তে বাংলাদেশিসহ দুইজনকে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তে নজরুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে একদল গরু ব্যবসায়ী মোল্লারচর সীমন্তের ১০৬১ নং মেইন পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। অবৈধ পথে গরু বাংলাদেশে আনার সময় ভারতের ৫৭ বিএসএফ কুচনীমারা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।এসময় বাংলাদেশে রৌমারী উপজেলার বেহুলারচর গ্রামের মোহাম্মদ আলী ছেলে গরু ব্যবসায়ী নজরুল ইসলাম ও ভারতের ধুপরী জেলার মাইনকারচর থানা পানাতি পাড়া গ্রামের মুনসের আলী ছেলে ভারতীয় নাগরিক মো. আলম মিয়াকে (৩০) আটক করে নিয়ে যায় বিএসএফ।জামালপুর ৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এর মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত চাওয়া হবে।