সাভারে যুবলীগ নেতা সি এম বাদশা ফয়সালের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:-
সাভারে যুবলীগ নেতা সি এম বাদশা ফয়সালের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।মানববন্ধনে বক্তারা বলেন, বাদশা ফয়সালের খুনিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তাঁরা। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মানববন্ধনে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। জমি দখলকে কেন্দ্র করে গত ৪ জুন সাভারের জামসিং টেউটি এলাকায় যুবলীগ নেতা ফয়সালকে টেটা নিক্ষেপ ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।