‘কালো ব্যাজ’ পরে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:-
টানা বর্ষণের ফলে চট্টগ্রাম সহ দেশের পাঁচ জেলায় পাহাড় ধসে ১৫০ জনেরও বেশি প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তিদের স্মরণে বার্মিংহামে কালো ব্যাজ পরে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
এর আগে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে সেনা সদস্যসহ নিহত সকলের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন তিনি। মাশরাফি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই শোক জানান মাশরাফি। ওই পোস্টে তিনি লেখেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসতবাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমিধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন। প্রসঙ্গত, টানা বর্ষণে মঙ্গলবার ভোররাত ৪টার পর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে।