ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৫
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি:- সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে স্টকহোমে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্কেন্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে সুইডেনের রাজধানী স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে অবতরণ করে। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল কর্মকর্তা ক্লাস মলিন, সুইডেনে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরবর্তীতে সুইডিশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মোটর শোভাযাত্রা সহ প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড হোটেলে পৌঁছে দেওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। হোটেলে আওয়ামী লীগের ইউরোপীয় নেতারা তাকে স্বাগত জানান। লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতি স্টকহোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকা থেকে রওনা দেন তিনি। সুইডেনে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটিই প্রথম সফর। প্রধানমন্ত্রী সুইডেনের স্টিফেন লোফভেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে তিনি ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এছাড়া সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন ও ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও ভোজসভার আগে রয়্যাল ক্যাসলে সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ হবে তার। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা এবং ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে এইচ অ্যান্ড এম-এর সিইও কার্ল-জোহান পারসন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তিন দিনের সুইডেন সফর শেষে ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম সমর্থন দেয়া ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম সুইডেন। এবছর ফেব্রুয়ারিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তির উৎসব হয়েছে। সুইডেনের সুপরিচিত রিটেইল চেইন এইচঅ্যান্ডএম বাংলাদেশ থেকে বছরে ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক কেনে। দেশটির বাজারে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat