
বিনোদন ডেস্ক:- “আগামী রোজার ঈদে একটি ছবি মুক্তি পেলেও ‘বস-২’ মুক্তি পাবে।” গত মঙ্গলবার জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এমন কথাই বলেছিলেন। এর প্রতিবাদে গতকাল এফডিসির ১৪টি সংগঠনের জরুরি সভা শেষে বলেন চলচ্চিত্র সমিতির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, যৌথ প্রযোজনার নিয়ম না মানলে কোনো ছবিকেই ছাড় দেওয়া উচিত হবে না। আর যদি এসব ‘অনিয়মকে’ ছাড় দেওয়া হয় তাহলে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন সমিতির নেতারা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি নায়ক রিয়াজ বলেন, “আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য একটি চক্র বেশ কয়েক বছর ধরেই কাজ করছে। যৌথ প্রযোজনার নামে কলকাতার ছবি আমাদের সিনেমা হলে চালাচ্ছে। এখানে কোনো ধরনের কোনো নিয়ম না মেনেই কাজ করছে। আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে বিষয়টির প্রতিবাদ করছি। কিছুদিন আগে ‘বস-২’ নামের একটি ছবি নিয়ে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি আপত্তি জানিয়েছে। তারপরও ছবির বাংলাদেশের প্রযোজক ঘোষণা দিয়েছেন যেভাবেই হোক ছবিটি মুক্তি পাবে। এরপর বিভিন্ন গণমাধ্যমে জানতে পারি কিছু প্রভাবশালীদের দিয়ে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয় অনিয়ম মেনে এই ছবিটি মুক্তি দিতে পারে না। আমরা এই অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করব। এখন ছবিটি মুক্তির পর যদি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, তা হলে তার জন্য সেই মন্ত্রণালয়ই দায়ী থাকবে। দেশীয় চলচ্চিত্র শিল্পের স্বার্থরক্ষার আহ্বান জানিয়ে চিত্রনায়ক ফারুক বলেন, ‘এই চলচ্চিত্রশিল্প বঙ্গবন্ধুর চলচ্চিত্রশিল্প। আমরা তাঁর নেতৃত্বে দেশের জন্য রক্ত দিয়েছি। দেশ আজ মুক্ত, এখন কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নিজের স্বার্থে আমাদের দেশের চলচ্চিত্র ভারতের হাতে তুলে দিতে পারে না। আমরা প্রয়োজনে আবারও চলচ্চিত্রশিল্প রক্ষার জন্য রক্ত দেব। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের দেশে যৌথ প্রযোজনার নীতিমালা আছে। কিন্তু কেউ যেন এই নীতিমালা পরোয়াই করছেন না। আমাদের নীতিমালার ৬ অনুচ্ছেদে বলা আছে যে, দুই দেশের সব কিছু অর্ধেক হতে হবে। শীর্ষ চরিত্রের শিল্পী অর্ধেক, কলাকুশলী, লোকেশন সব কিছু অর্ধেক হতে হবে। তবে বিশেষ প্রয়োজনে পরিচালক ও প্রযোজক নিয়ম কিছুটা শিথিল করতে পারবেন। তার মানে এই নয় যে আপনি কলকাতার ৮০ ভাগ আর বাংলাদেশের ২০ ভাগ নিয়ে কাজ করে ফেলবেন, এটা হতে পারে না। এত অনিয়মের পরও যদি কোনো ছবি মুক্তি পায় তাহলে এমন নীতিমালা থাকার দরকার কী?’
গতকাল বৃহস্পতিবার এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে ১৪ সংগঠনের সভা শেষে জানানো হয়, যৌথ প্রযোজনার অনিয়মের বিরুদ্ধে আগামী রোববার থেকে টানা আন্দোলনে নামবেন তাঁরা। এরই অংশ হিসেবে আগামী রোববার বেলা ১১টায় এফডিসি গেটে অবস্থান ধর্মঘটের ডাক দেন নেতারা।