
বিনোদন ডেস্ক:-
জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনায় এ সিনেমাটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি এবং আব্দুল আজিজ।এদিকে আজ সেন্সরে জমা পড়েছে ‘নবাব’ ছবিটি। ছবিটি আজ সেন্সর সদস্যরা দেখবেন বলে জানা গেছে।
এর আগে গত বুধবার ছবিটি প্রিভিউ কমিটি থেকে ছাড়পত্র পায়। ছাড়পত্র পাওয়ার পরই আজ সেন্সর বোর্ড কমিটি ছবিটি দেখার তারিখ ধার্য করেন। এ প্রসঙ্গে সেন্সর বোর্ড সচিব মুন্সী জালালউদ্দিন বলেন, ‘ঈদের ছবির ক্ষেত্রে আমাদের বিশেষ বিবেচনা থাকে। তাই হাতে সময় কম নিয়ে ছবি জমা দিলেও আমরা সেটা দ্রুত প্রদর্শন করে চূড়ান্ত ফল জানানোর চেষ্টা করি। এবারের ঈদের ছবির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। প্রিভিউ কমিটিতে থেকে নবাব প্রদর্শিত হয়ে এসেছে। আজ ছবিটি সেন্সর করা হবে। এদিকে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমার ‘ষোল আনা’ শিরোনামের একটি দারুণ রোমান্টিক গান গত ১ জুন ইউটিউবে প্রকাশ করা হয়। মুক্তি পাওয়ার পর পরই গানটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে এবং দর্শকদের প্রশংসায় এখন পর্যন্ত ভাসছেন ঢালিউডের কিং খান শাকিব খান। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলি। আরো অভিনয় করেছেন- অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী , খরাজ মুখার্জি, কমল প্রমূখ। সিনেমার সংগীত পরিচালনা করেছেন স্যাভি এবং আকাশ। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এতে শাকিব খানকে ভিন্ন এক লুকে দেখতে পাবেন দর্শক। কিছুদিন আগে অনলাইনে প্রকাশিত ছবির টিজার ও দুটি গান প্রশংসিত হয়। এর আগে বাংলা চলচ্চিত্র পাড়ায় শাকিব খানের ‘নবাব’ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশে এটি মুক্তি নিয়ে ব্যাপক সংশয় দেখা দেয় ।