চুল বড় রাখায় দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :- শিক্ষামন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুধবার এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন দিনাজপুর জিলা স্কুলের এক শিক্ষক।
বুধবার সকালে দিনাজপুর জিলা স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র সুবর্ণ বসাক বেতন দেয়ার জন্য শ্রেণি শিক্ষক নির্মল ঘোষের কাছে গেলে চুল বড় রাখার অপরাধে বেদ দিয়ে প্রথমে দুই হাতে প্রহার করেন। তারপর পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। আহত শিক্ষার্থী বাবা-মাকে জানালে তারা স্কুলে ছুটে এসে আহত সন্তানকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে বিচার চাইলে কোন সহানুভুতি জানানো হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা কপিলেশ্বর বসাক।
শিক্ষামন্ত্রীর নির্দেশ রয়েছে স্কুলে কোন শিক্ষক শারীরিকভাবে শিক্ষার্থীকে নির্যাতন করতে পারবেন না। মন্ত্রীর নির্দেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষক নির্মল ঘোষ ছাত্র পেটানোর ঘটনা ঘটিয়ে বহাল তবিয়তে রয়েছেন। আহত ছাত্রের বাবা জানান, উক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে অভিভাবকদের সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ছাত্র পেটানোর ঘটনাটি জানানো হয়ে শারীরিকভাবে শিক্ষার্থীকে নির্যাতন করতে পারবেন না। মন্ত্রীর নির্দেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষক নির্মল ঘোষ ছাত্র পেটানোর ঘটনা ঘটিয়ে বহাল তবিয়তে রয়েছেন। আহত ছাত্রের বাবা জানান, উক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে অভিভাবকদের সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ছাত্র পেটানোর ঘটনাটি জানানো হয়েছে।