উপ-প্রধানমন্ত্রী পদ নিয়ে যে গুঞ্জন চলছে তা ভিত্তিহীন:ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি:- মন্ত্রীসভায় রদবদল হতে পারে আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া উপ-প্রধানমন্ত্রী পদ নিয়ে যে গুঞ্জন চলছে তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকেলে বনানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর নিজের এরিয়া। এখানে আমাদের কারো কিছু বলার নেই। কাকে তিনি রাখবেন, কাকে বাদ দেবেন অথবা এ মুহূর্তে তিনি একটা রদবদল করবেন কিনা। তবে একটা রদবদল হয়তো হতে পারে। তবে কোন সময় হবে, কি হবে আমি ঠিক জানি না। তবে উপ-প্রধানমন্ত্রীর বিষয়টি স্রেফ গুজব। এটার কোন বাস্তবতা নেই। আমি বলবো, একেবারেই এটা একটা ভিত্তিহীন মিথ্যে কথা।’