
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।তিনি জানান, সোমবার দুপুর থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ডিবির জ্যাকেট, হ্যান্ডক্যাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া, একটি মাইক্রোবাস জব্ধ করা হয়েছে বলে জানান তিনি।