
বেনাপোল প্রতিনিধি:- যশোরের বেনাপোলে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ মো. কলিম (৪০) নামে এক ভারতীয় নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক কলিম ভারতের ২৪ পরগনা জেলার বেলঘুরিয়া থানার মেকেনজি গ্রামে মুসলিমের ছেলে।বিজিবি জানায়, ভারত ফেরত যাত্রীদের ব্যাগ তল্লাশি করে ভারতীয় নাগরিক কলিমের ব্যাগ থেকে সৌদি রিয়াল ৫৭ হাজার ৫শ, ভারতীয় রুপি ৮শ এবং বাংলাদেশি ৪ হাজার ৬১২ টাকা পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান জানান, আটক মুদ্রাপাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হবে।