
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর পল্লবীতে আব্দুর রহমান নামে (৪০) এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সাকাল সাড়ে ৬টার দিকে মিরপুর সেকশন ১০ এর ঝুটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।তিনি জানান, সকালে হেঁটে যাওয়ার সময় পল্লবী থানার কাছে তিন-চার জন ছিনতাইকারী আব্দুর রহমানের পথরোধ করে। এসময় তার পেট ও পিঠে ছুরিকাঘাত করে সাথে থাকা ৪২ হাজার টাকা নিয়ে পালায় ছিনতাইকারীরা। পরে সকাল ১০টার দিকে আব্দুর রহমানকে আহত অবস্থায় ঢামেকে আনেন তার বড় বোন সাহেদা বেগম।