ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না এ বিষয়ে আদেশের জন্য ৭ আগস্ট দিন ধার্য
নিজস্ব প্রতিনিধি:-জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না এ বিষয়ে আদেশের জন্য ৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে এ দুই মামলার পরবর্তী শুনানির জন্য ওই দিন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নয় সাক্ষীকে জেরা ও দুই সাক্ষীকে আবার জেরার আবেদন নামঞ্জুর করে আদেশের অনুলিপি প্রদানের বিষয়ে কোনো সিদ্বান্ত দেননি বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এদিন নির্ধারণ করেন।শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, আমাদেরকে চ্যারিটেবল ট্রাস্ট মামলার নয় সাক্ষীকে জেরা ও দুই সাক্ষীকে আবার জেরার আবেদন নামঞ্জুর করে আদেশের অনুলিপি প্রদান করা হয়নি। আমরা এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাব। এ সময় আদালত এ বিষয়ে কোনো কথা না বলে খালেদা জিয়ার অনুপস্থিতির বিষয়ে তাঁর আইনজীবীদের কাছে জানতে চায়। এ সময় তাঁরা খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে আবার আদালতের কাছে নামঞ্জুর হওয়া আদেশের অনুলিপির বিষয়ে জানতে চান। পরে আদালত তাঁদের ৩০ মিনিট সময় দিয়ে কারণ দর্শানোর আদেশ দেন।নোটিশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না- তাঁর কারণ দর্শানোর জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়। ৩০ মিনিটের মধ্যে খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খানকে এর কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।পরে আইনজীবীরা আদালতকে লিখিতভাবে জানান যে, খালেদা জিয়া খুবই অসুস্থ। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে সেখানে অবস্থান করতে হচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরে আসবেন। এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুর রেজাক খান, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, আমিনুল ইসলাম ও জাকির হোসেন ভুঁইয়া প্রমুখ।এদিকে খালেদা জিয়া জামিনের অপব্যবহার করে বিদেশে গিয়েছেন বলে তাঁর জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।এ মামলার অপর আসামিরা হলেন—খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat