নুরুল ইসলাম হত্যা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর এলিফ্যান্ট রোডের ডোম-ইনো অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ শনিবার ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ডেসপাস শাখায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. রবিউল আলম অভিযোগত্রটি দাখিল করেন। পরে আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার জিআর শাখায় দাখিল করা হয়। তিনি জানান, অভিযোগপত্রে নিহত নুরুলের স্ত্রী নুরানী আক্তার সুমিকেও আসামির তালিকায় রাখা হয়েছে।গত ১৭ এপ্রিল ভোররাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তার করা হয়।মামলার নথি থেকে জানা যায়, গত ১৩ এপ্রিল নিউমার্কেট থানা এলাকার এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী নুরুল ইসলামকে তাঁর নিজ শয়নকক্ষের মেঝেতে মৃত অবস্থায় পাওয়া যায়।এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন ১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল নিহত ব্যক্তির স্ত্রী নুরানী আক্তার সুমি ও স্ত্রীর বন্ধু শাহাবুদ্দীন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত দুই নম্বর আসামি ছিলেন।