নাফ নদীতে রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় আরোছয়জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:-মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় আরোছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার শিশু ও দুই নারী রয়েছে বলে জানা গেছে।
বুধবার ভোররাত ও সকালে টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে। এর মধ্যে টেকনাফের নাজিরপাড়া থেকে দুই নারী ও শাহপরীর দ্বীপ থেকে চার শিশুর লাশ উদ্ধার করা হয়।এ বিষয়ে স্থানীয় সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক জানান, মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য ১১ জন নিখোঁজ ছিল।উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। স্থল ও জল সীমান্ত পথে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।টেক নাফ সীমান্তের অপর দিকে মিয়ানমার এলাকা থেকে নৌকায় পালিয়ে আসার সময় নাফ নদীতে এ পর্যন্ত একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।