- প্রকাশিত : ২০১৮-০৫-২১
- ৪৩২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪
নিজস্ব প্রতিনিধি:- গোপালগঞ্জে বিশেষ অভিযানে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এসময় সদর থানা ১২ জন, কাশিয়ানী থানা ছয়জন, কোটালীপাড়া থানা আটজন, মুকসুদপুর থানা সাতজন ও টুঙ্গিপাড়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, মাদক, নিয়মিতসহ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।
সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট ওসিরা জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..