ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবাক করে দিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ স্টিভ রোডস। ২০১৯ সালে বিশ^কাপে জাতীয়  দলের বাজে পারফরমেন্সের পর দল ছেড়েছিলেন তিনি। 
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে ক্যাম্পে দেখা গেছে রোডসকে। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, উপদেষ্টা হিসেবে দলের সাথে থাকবেন তিনি। 
এর আগে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। 
তবে সালাহউদ্দিনের  বিশ্বাস  ২১ জানুয়ারি শুরু  হতে যাওয়া  বিপিএলে রোডসের অভিজ্ঞতা তার(সালাউদ্দিন) এবং কুমিল্লার জন্য সহায়ক হবে।
সালাউদ্দিন বলেন, ‘যদি কিছু হয়তা দলের স্বার্থে। আমি মনে করি না, এটা (রোডসের উপদেষ্টা হিসেবে নিয়োগ) মোটেও খারাপ বিষয়। কারণ তিনি  খুবই অভিজ্ঞ একজন  কোচ। বাংলাদেশ দলের কোচও ছিলেন। আমি মনে করি, বাংলাদেশের অন্যতম সফল কোচও ছিলেন রোডস। তার মস্তিস্ক থেকে খুব ভালো কিছু বের হতে পারে।’
কোচ হিসেবে রোডসের কাছ থেকে শিখতে আগ্রহী সালাউদ্দিন। তিনি বলেন, ‘যেহেতু আমাদের উপদেষ্টা হিসেবে আসছেন, আমিও মনে করি আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। যদি কারো কাছ থেকে কিছু নেয়া যায়, তবে তা সত্যিই ভালো।’
তিনি আরও বলেন, ‘তিনি দারুন ব্যক্তিত্বের মানুষ। তাকে পেয়ে পুরো দলই রোমাঞ্চিত। বেশ কিছু ভাল পরামর্শ দিয়েছেন। ভালো কিছু হলে তা ইতিবাচকভাবে নেয়া উচিত।’
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের  অনুশীলনকালে  রাডসের সাথে আলিঙ্গন করতে দেখা গেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।
২০১৮ সালে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রোডস। তার কোচিংয়ে ২০১৯ বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডের মাটিতে প্রথম বহুজাতিক প্রতিযোগিতা জিতেছিল বাংলাদেশ। তবে ২০১৯ বিশ^কাপে বাজে পারফরমেন্সের কারনে রোডসকে বরখাস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat