ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করার লক্ষ্যে নাটোর জেলায় আজ বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, এন্টিবায়োটিকের অপব্যবহার বিশ্ব ব্যাপী ১০টি শীর্ষ স্বাস্থ্য হুমকির অন্যতম। প্রতিবছর এন্টিবায়োটিকের অপব্যবহারের ফলে ১২ লক্ষ ৭০ হাজার মানুষ মারা যাচ্ছে। ২০৫০ সালে মৃত্যুর সংখ্যা বেড়ে হবে এক কোটি মানুষ। ঐ সময়ে আর্থিক ক্ষতির মূল্যমান হবে ১০০ ট্রিলিয়ন ইউএস ডলার। তাই এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। এ লক্ষ্যে পরিচ্ছন্নতার স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে। চিকিৎসক এবং ফার্মাসী পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রাখতে হবে।
এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকার আইন প্রণয়নের উদ্যোগও গ্রহণ করেছে বলে বক্তারা উল্লেখ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ শরিফুল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহফুজা খানম, কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, মেডিকেল অফিসার ডা. রাসেল,নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
সেমিনার ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় কালেক্টরেট ভবন চত্বরে।
ওষুধ প্রশাসন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ শরিফুল ইসলাম জানান, বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অভিভাবক পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্যে কমিক শো’ আয়োজন করা হয়েছে। এছাড়া ফার্মাসীগুলোতে সচেতনতা অভিযান পরিচালনা কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat