ব্রেকিং নিউজ :
সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ॥ জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুলসহ ২ জন গ্রেফতার বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৪৫৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকার উন্নয়নে ১ হাজার ৪শ কোটি ৫৯ লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৃহত্তর সিলেটের উন্নয়ন সংশ্লিষ্ট আরও দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। 
প্রকল্পটি অনুমোদনের সংবাদ পেয়ে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। 
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরভবনের সম্মেলন কক্ষে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এক জরুরী সংবাদ সম্মেলন আহবান করেন। সংবাদ সম্মেলনে তিনি আনন্দের এ সংবাদ জানিয়ে সিলেট নগরবাসীর পক্ষ থেকে তিনি জাতির পিতার কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়াও এপ্রকল্প অনুমোদনে সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি সহ সংশ্লিষ্ট সকলের  প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সিসিক মেয়র সিলেট নগরীর সার্বিক উন্নয়ন তথা আধুনিক সিলেট নগরী গড়তে আবারও তিনি সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিলেট সিটি করপোরেশনের বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন অবকাঠামো উন্নয়নে অনুমোদিত ১৪শ’ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্পের অধীনে সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের সমন্বিত অবকাঠামো উন্নয়ন করা হবে।
এদিকে সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র একদিন আগে গত ৭ নভেম্বর। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এক সুধি সমাবেশে আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে আগামী ৫ বছরের জন্য সিসিক মেয়রের দায়িত্ব হস্তান্তর করেন। আর এ মূহুর্তেই নগরবাসীর উন্নয়নে প্রায় দেড় হাজার কোটি টাকার এ প্রকল্পটি অনুমোদন পেয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat