ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ‘উইন্টার স্কুল অন ডেভেলপমেন্ট প্র্যাকটিস’ শীর্ষক মাসব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও আন্তর্জাতিক সংস্থা ফ্রেন্ডশিপ একাডেমির যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম বক্তব্য রাখেন।
কর্মশালায় শিক্ষক, গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নকর্মীরা অংশ নিচ্ছেন।