বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রহমত আলী আজ সকাল ৭টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। তিনি দীর্ঘদিন কিডনীজনিতা রোগে ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতপালে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ আসর মাদারটেক আঃ আজিজ স্কুল এন্ড কলেজ ময়দানে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।