চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড নির্গত হওয়ায় শনিবার ১৮ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। সেখানে এখনো আটকা পড়ে থাকা আরো পাঁচজনকে বের করে আনতে উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির খবরে বলা হয়, শুক্রবার গ্যাস নির্গতের ঘটনার পর চংকিং নগরীর দিয়াওশুইডং কয়লা খনিতে ২৪ জন খনি শ্রমিক এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় জরুরি উদ্ধার কমান্ড সদরদপ্তরের উদ্ধৃতি দিয়ে সিসিটিভি জানায়, শনিবার সকাল পর্যন্ত একজনকে জীবিত এবং ১৮ জনকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়েছে।
সিসিটিভির খবরে বলা হয়, শ্রমিকরা ভূগর্ভস্থ খনির সরঞ্জামাদি ভেঙ্গে সরিয়ে নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খনিটি দুই মাস ধরে বন্ধ ছিল।
এদিকে, চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তদন্ত কর্মকর্তারা এ দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে।
বার্তা সংস্থাটি জানায়, এরআগে ২০১৩ সালে ওই খনিতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। দূর্বল ব্যবস্থাপনার কারণে চীনে খনি দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।