নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নোরাজ্যে আইএস সংশ্লিষ্ট জিহাদীদের সাথে সংঘর্ষে ১০ সৈন্য নিহত ও একজন অপহৃত হয়েছে।
একাধিক নিরাপত্তা সূত্রে এ খবর জানা গেছে।
ডাম্বোয়া জেলার আলাগারনো গ্রামে সোমবার সৈন্যরা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স(আইএসডব্লিউএপি) এর একটি ক্যাম্পে অভিযান চালালে এ সংঘর্ষ শুরু হয়।
মঙ্গলবার একটি নিরাপত্তা সূত্র জানায়, এ সংঘর্ষে ১০ সৈন্য নিহত হয়েছে ও একজনকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে।
নিহতের এ সংখ্যা নিশ্চিত করে অপর এক নিরাপত্তা সূত্র বলছে, উভয় পক্ষে তীব্র লড়াই হয়েছে। সন্ত্রাসীদের পক্ষেও হতাহত হয়েছে। তবে তারা সৈন্যদের না¯াÍনাবুদ করতেও সক্ষম হয়েছে।
সন্ত্রাসীরা একটি ট্রাক ও একটি সাঁজোয়া যানসহ চারটি গাড়িও ছিনিয়ে নিয়েছে।
উল্লেখ্য, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত আলাগারনো আইএসডব্লিউএপি’র শক্ত ঘাঁটি।
দিনদিনই গ্রুপটি বেসামরিক নাগরিকদের ওপর হামলা, হত্যা ও অপহরণ বাড়িয়ে দিচ্ছে। এছাড়া খাবারের জন্যে গ্রামবাসীর ওপরও তারা হামলা চালাচেছ।