মেক্সিকোতে বৃহস্পতিবার নতুন করে আরো ১১ হাজার ৮৯৭ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১২ লাখ ১৭ হাজার ১২৬ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
এদিকে একই সময়ে মেক্সিকোতে করোনাভাইরাসে নতুন করে আরো ৬৭১ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১লাখ ১২ হাজার ৩২৬ জনে দাঁড়ালো।
কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যার দিক থেকে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে মেক্সিকো বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। এর আগে থাকা দেশ তিনটি হলো ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া।