ওষুধ কোম্পানি ফ্রান্সের সানোফি ও যুক্তরাজ্যের জিএসকে (GlaxoSmithKline) শুক্রবার বলেছে, টেস্টের অন্তবর্তী ফলাফলে বয়স্কদের মধ্যে কম প্রতিরোধ ক্ষমতা পাওয়ায় তাদের কোভিড ১৯ ভ্যাকসিন ২০২১ সাল শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না।
“সানোফি ও জিএসকে বয়স্কদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সমন্বিত প্রোটিন ভিত্তিক কোভিড ১৯ ভ্যাকসিন উন্নয়ন প্রকল্পের বিলম্বের ঘোষণা দিয়েছে” এ কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি সম্ভাব্য ভ্যাকসিন পাওয়ার কথা থাকলেও এখন তা ২০২১ সালের শেষ ত্রৈমাসিকে পাওয়া যাবে।