দক্ষিণ কোরিয়ায় একদিনে ১ হাজার ৩০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬৬ জন।
গত ২০ জানুয়ারি দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পরে এ পর্যন্ত প্রথম দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ ১ হাজার ছাড়িয়ে গেল।
সিউল এবং গিওনগি প্রদেশে ক্ষুদ্র ক্লাস্টার সংক্রমণ এবং বিদেশ থেকে আক্রান্ত আসা লোকদের কারনে ৮ নভেম্বরের পর থেকে ৩৬ দিনে সংক্রমণ তিন অংকের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৩৯৬ জন সিউলের এবং ৩২৮ জন গিওনগি প্রদেশের, ২৮ জন বিদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯২ জন।
করোনায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮০ জন। করোনামুক্ত হওয়ার পরে ৩২১ জনের বেশী কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে, করোনামুক্তির হার ৭৪.৩৯ শতাংশ।
গত ৩ জানুয়ারির পর থেকে ৩৩ লাখ ৭০ হাজারের বেশী লোকের করোনা টেস্ট হয়েছে, এদের মধ্যে ৩২ লাখ ৪১ হাজার ৭০০ লোকের টেস্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে।