ইতালিতে শনিবার নতুন করে ১৯ হাজার ৯০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৫ হাজার ৭৭৫ জনে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
এদিকে ইতিিলতে গত একদিনে মারা গেছে ৬৪৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬ জনে।
বিশে^ মহামারিতে যে কটি পর্যুদস্ত হয়েছে ইতালি তার একটি। দেশটিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে।