যুক্তরাষ্ট্রে বুধবার ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে ৩ হাজার ৭শ’ লোক মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের উপাত্ত অনুয়ায়ী, এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই প্রবণতা অব্যাহত রয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে বর্তমানে প্রায় ১ লাখ ১৩ হাজার মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে।