ভারতে ২৪ ঘণ্টায় আরো ৩ লাখ ২৯ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। টানা ১৪ দিন পর আজ সংক্রমণের সংখ্যা কিছুটা হ্রাস পেতে দেখা যাচ্ছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জনে দাঁড়ালো। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় প্রাপ্ত হালনাগাদ উপাত্ত অনুযায়ী, ভারতে এক দিনে মোট ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময়ে দেশটিতে ৩ হাজার ৮৭৬ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে দাঁড়ালো।
দুই মাস ধরে ভারতে কোভিড-১৯ আক্রান্তের হার অনেক বেড়ে গেছে। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ১৫ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের ১৬.১৬ শতাংশ। এদিকে দেশটিতে করোনায় সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় এ রোগ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে ৮২.৭৫ শতাংশে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ১ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হার ১.০৯ শতাংশ।