ব্রাজিলে মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
করোনায় পর্যুদস্ত দেশটিতে টিকা দেয়ার গতি খুব ধীর এবং অনুজীব বিজ্ঞানীরা ভাইরাসের ভয়ংকর নতুন প্রবাহ আসতে পারে বলে সতর্ক করেছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ১৭৩ জনের মারা যাওয়ার খবর জানিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৩১ জন।
মধ্য এপ্রিলের পর দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা তিন হাজারেরও কম হচ্ছে। গত সপ্তাহ জুড়ে এ সংখ্যা স্থিতিশীল রয়েছে। তবে ব্রাজিলে মে মাসের প্রথম থেকে সংক্রমণের হার বাড়তে শুরু করে।
তাই দেশটির অনুজীব বিজ্ঞানীরা আশংকা করছেন করোনার নতুন ঢেউ আবার শুরু হতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সর্বশেষ সংক্রমণ বাড়ার আংশিক কারণ কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের বিধি নিষেধ শিথিল করে দেয়া। এছাড়া টিকা দেয়ার গতি খুব ধীর হওয়ায় তাও সংক্রমণ রোধে খুব একটা কাজ করছে না।
দেশটির মোট জনসংখ্যার মাত্র ২০ শতাংশ লোক টিকার প্রথম ডোজ এবং ৯ দশমিক ৯ শতাংশ লোক দ’ুটি ডোজ পেয়েছে।