• প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুরকিনা ফাসোয় সেনাবাহিনীর অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে।সেনাবাহিনী সোমবার এ কথা জানায়।গত ছয় বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় ধরনের জঙ্গি হামলার প্রেক্ষাপটে সেনাবাহিনী এ অভিযান চালায়।
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সোলহানের গ্রামে জুনের প্রথম দিকে চালানো এ জঙ্গি হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। এলাকা ছেড়েছে সাত হাজারেরও বেশি লোক।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোলহানের আশেপাশে গত ৭ থেকে ১৩ জুনের মধ্যে চালানো অভিযানে প্রায় ১০ জঙ্গি প্রাণ হারিয়েছে।
অভিযানকালে সেনাবাহিনী বিস্ফোরক, গাড়ি,জ্বালানিসহ জঙ্গিদের ব্যবহৃত অন্যান্য জিনিস আটক করে।
সেনাবাহিনীর এ নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বুরকিনা ফাসো, মালি ও নাইজার সীমান্তবর্তী সোলহান সাহেল অঞ্চলের সবচেয়ে রক্তাক্ত কেন্দ্র। বুরকিনা ফাসোয় ২০১৫ সালে জঙ্গি তৎপরতা শুরুর পর সোলহানে চালানো সাম্প্রতিক হামলাই সবচেয়ে ভয়াবহ গণহত্যা।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফে দাবিরে গণহত্যাকারীদের ছাড় না দেয়ার অঙ্গীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat