ভারতে নতুন করে একদিনে ৬০ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৭৫ দিনের মধ্যে এটি সর্বনি¤œ।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন। দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৩.৪৫ শতাংশে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানায়।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে দুই হাজার ৭২৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার ০৩১ জন।
করোনায় বর্তমানে অসুস্থ লোকের সংখ্যা কমে হয়েছে নয় লাখ ১৩ হাজার ৩৭৮ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৬৪ শতাংশ।
উল্লেখ্য, দেশটিতে গত সাত দিন ধরে সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে রয়েছে।