কলম্বিয়ায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সোমবার ২৪ ঘন্টায় আরো ৬৫০ জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়।
সূত্র মতে, গত ২৪ ঘন্টায় ৬৪৮ জনের মৃত্যুসহ দেশটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৮২ জনে।
এদিকে দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট ইভান দাকের সরকারের বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভের তিন সপ্তাহ পর কলম্বিয়ার করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপের দিকে মোড় নেয়।
জনসংখ্যার অনুপাতে করোনায় মৃত্যুর দিক থেকে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে কলম্বিয়ার অবস্থান চতুর্থ এবং সংক্রমণের দিক থেকে ষষ্ঠ।
এক বিবৃতিতে দাক বলেছেন, কয়েক সপ্তাহ আগে যদি আমরা এ ধরনের সমাবেশ না করতাম তাহলে ১০ হাজারেরও বেশি মৃত্যু এড়ানো যেতো।
এপ্রিলের শুরু থেকেই দেশটিতে করোনা সংক্রমণ তীব্র হতে শুরু করে। কিন্তু ২৮ এপ্রিল থেকে হাজার হাজার লোক সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভে নামে। একপর্যায়ে সরকার বিতর্কিত কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে।