ব্রেকিং নিউজ :
নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আবদুল হাইয়ের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ অর্থ আত্মসাতের মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ জুন ব্যবসা-বাণিজ্য সহজীকরণে লজিস্টিক্স নীতি জাতীয় দলিল হয়ে থাকবে : শিল্পমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বিদেশগামী কর্মীদের করোনার টিকা গ্রহণের নিবন্ধন শুরু হয়েছে। জেলা কর্মসংস্থান অফিসে পালা করে মহানগর ও উপজেলা ভিত্তিক নিবন্ধনের সুযোগ রয়েছে।
আজ শুক্রবার থেকে অ্যাপসের মাধ্যমে শর্ত মেনে নিবন্ধন শুরু করেছেন বিদেশগামী কর্মীরা। 
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার আজ গণমাধ্যমকে জানিয়েছেন, নিবন্ধনের জন্য পাসপোর্ট, ভিসা ও টিকিটের পাশাপাশি সরকার নির্ধারিত ফি সংশ্লিষ্টরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিচ্ছেন।
তিনি বলেন, করোনা সংক্রমণের সময়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগরকে ভাগ করে নিবন্ধনের তারিখ নির্ধারণ করেছে জেলা কর্মসংস্থান অফিস। 
আজ শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে জানিয়ে জহিরুল আলম মজুমদার বলেন, সিডিউল অনুযায়ি ২ ও ৩ জুলাই শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন। ৪ জুলাই বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা। ৫ জুলাই হাটহাজারী ও রাউজান উপজেলা। ৬ জুলাই রাঙ্গুনিয়া, পটিয়া ও চন্দনাইশ উপজেলা, ৭ জুলাই ফটিকছড়ি ও সীতাকু- উপজেলা। ৮ জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা। এছাড়া ৯ জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মিরসরাই উপজেলার বিদেশগামী যাত্রীরা নিবন্ধনের সুযোগ পাবেন। 
উপ-পরিচালক আরও বলেন, বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত কর্মীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন সফল হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে। ম্যাসেজ না পাওয়া পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জমায়েত হয়ে টিকা পাওয়ার সুযোগ নেই। তাই কর্মীদের ম্যাসেজ না পাওয়া পর্যন্ত কোথাও ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। 
এরআগে বৃহস্পতিবার রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলা কর্মসংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তারা সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে টিকার নিবন্ধন করে টিকা নিতে পারবেন। 
এছাড়া যারা ২০২১ সালের আগে জেলা কর্মসংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তাদেরকে ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন করতে হবে প্রথমে। তারপর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। অথবা সরাসরি জেলা কর্মসংস্থান অফিসে নিবন্ধনের জন্য যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat