মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সুভেতলানা টিখানভোস্কায়ার সাথে বৈঠক করেছেন।
বাইডেন টুইট করে বলেছেন, আজ সকালে হোয়াইট হাউসে টিখানভোস্কায়ার সাথে বৈঠক করে আমি গর্বিত।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং সার্বজনীন মানবাধিকারের সন্ধানে থাকা বেলারুশের জনগণের পাশে রয়েছে।
উল্লেখ্য, প্রায় তিন দশক ধরে কঠোরভাবে বেলারুশ শাসন করা প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসার দাবি করলে ২০২০ সালের আগস্টে দেশটিতে সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়।
টিখানভোস্কায়া তখনও সাধারণ একজন গুহবধূ। কিন্তু আটক থাকা স্বামীর পরিবর্তে তিনি নির্বাচনে অংশ নেন। তিনি সহজেই জয়ী হতে পারলেও নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। লুকাশেংকো নিজেকে বিজয়ী ঘোষণা করেন।
টিখানভোস্কায়া নির্বাসনে যেতে বাধ্য হন। বর্তমানে তিনি লিথুনিয়ায় বসাবস করছেন।
বাইডেনের সাথে সাক্ষাতকে তিনি তার দেশের জনগণের জন্য অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন।
বৈঠকের পর এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ শক্তিধর দেশটি আমাদের সাথে আছে এই বৈঠক তারই বার্তা দিচ্ছে।
তিনি আরো বলেন, সহিংসতা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সংলাপ শুরুর বিষয়ে বেলারুশ সরকারকে চাপে রাখতে আমরা বিভিন্ন উপায় নিয়ে কথা বলেছি।
টিখানভোস্কায়া বলেন, বিশ্ব আমাদের সাথে রয়েছে। বেলারুশ একটি সফলতার গল্প হবে।
এদিকে বেলারুশ সরকার বিরোধীদের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে বেলারুশের বিভিন্ন কোম্পানী ও কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপ করেছে।