ভারতে নতুন করে একদিনে ৩৮ হাজার ৬২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জনে।
দেশটিতে নতুন করে মারা গেছে ৬১৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৭ হাজার ৩৭১ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে শনিবার এ কথা জানা গেছে।
ভারতে বর্তমানে করোনায় অসুস্থ রোগীর সংখ্যা কমে চার লাখ ১২ হাজার ১৫৩ হয়েছে , যা মোট সংক্রমণের ১.২৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩৭ শতাংশ। মৃত্যুর হার বর্তমানে ১.৩৪ শতাংশ।