ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রকৃতি ধ্বংস মানুষের জন্য ‘অস্তিত্বগত সংকট : জাতিসংঘ বলিভিয়ায় পুলিশ ও বিক্ষোভকারিদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত
  • প্রকাশিত : ২০২১-০৮-০৮
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে করা ইরানের পরমাণু চুক্তি পুনরুদ্ধারে পুনরায় আলোচনা শুরু করতে তেহরান প্রস্তুত। 
একজন ইইউ কর্মকর্তা শনিবার এ খবর জানান।
ইরানে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ইব্রাহিম রাইসি। তার অধীনেই ভিয়েনায় সেপ্টেম্বরের প্রথম দিকে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে ওই কর্মকর্তা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ’র সিনিয়র ওই কর্মকর্তা আরো জানান, চুক্তি বিষয়ক আলোচনার ইইউ’র আলোচক এনরিক মোরা বৃহস্পতিবার অনুষ্ঠিত ইরানী প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি পরমাণু আলোচনার দায়িত্বপ্রাপ্ত ইরানী  কর্মকর্তা হোসেইন আমির আবদুল্লাহির সাথে কথা বলেন। 
তিনি নতুন মন্ত্রিপরিষদের পররাষ্ট্র মন্ত্রী হতে যাচ্ছেন বলেও ইইউ কর্মকর্তা উল্লেখ করেন। 
উল্লেখ্য কট্টরপন্থী হিসেবে বিবেচিত ইব্রাহিম রাইসির পূর্বসুরি মধ্যপন্থী হাসান রুহানির দু’দফা মেয়াদকালে ২০১৫ বিশ্বের ছয় শক্তিধর দেশের সাথে ঐতিহাসিক এই পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা।
কিন্তু পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরনের কাজ বাড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্রে জো বাইডেন দায়িত্ব নেয়ার পর এপ্রিলে ভিয়েনায় পরমাণু চুক্তির পুনরুদ্ধার নিয়ে আলোচনা শুরু হয়। 
ভিয়েনায় শেষ দফায় গত ২০ জুন আলোচনা অনুষ্ঠিত হয়।  তবে নতুন করে আলোচনার কোন দিনক্ষণ ঠিক হয়নি।
এ প্রেক্ষিতে ইইউ কর্মকর্তা জানান, ইরান শিগগীরই ভিয়েনায় আলোচনা শুরু করতে প্রস্তুত। কেবল আলোচনা নয়, তারা এ সংক্রান্ত চুক্তিও সম্পন্ন করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat