আফগনিস্তানে আরো একটি প্রাদেশিক রাজধানীর পতন ঘটল। নিয়ন্ত্রণ নিল তালেবান বাহিনী। তারা মঙ্গলবার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফাইজাবাদ শহর দখলে নিয়েছে।
বুধবার একজন স্থানীয় এমপি এ কথা জানান।এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তালেবান এ নিয়ে নয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিল। আইনপ্রণেতা জাবিউল্লাহ আতিক জানান, গত কয়েকদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া আফগান নিরাপত্তা বাহিনী গতরাতে তালেবানের পক্ষ থেকে তীব্র চাপের মুখে পড়ে। এক পর্যায়ে তালেবান শহরটির নিয়ন্ত্রণ নেয়। লড়াইয়ে উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।