ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বশেমুরবিপ্রবি’তে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও সরকারের অর্জিত সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় বিশ্ব কবি ও বিদ্রোহী কবির জন্মদিনের প্রস্তুতি সভা নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের যানবাহন ক্রয় বাতিল করে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য-সেবার জন্য ১৫ কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যানবাহন ক্রয়ের জন্য এই ১৫ কোটি টাকা বরাদ্দ ছিল।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘২০২১-২০২২ অর্থ-বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মোটর যানবাহন ক্রয়ের জন্য এই ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য-সেবায় ব্যয়ের জন্য এই অর্থ ফিরিয়ে দেয়া হয়েছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী জন-স্বাস্থ্যে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। তাই, তিনি যানবাহন ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থ ফিরিয়ে দিয়ে এই অর্থ জন-স্বাস্থ্য খাতে ব্যয়ের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’
ইহসানুল করিম বলেন, করোনাকালে সাধারণ মানুসের স্বাস্থ্য-সেবা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চাহিদা মেটানো, স্বাস্থ্যখাতের অবকাঠামো বৃদ্ধি, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের ধারণক্ষমতা ও স্বক্ষমতা বৃদ্ধি ও জনগণকে বিনামূল্যেল কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা গণ-স্বাস্থ্য সেবার জন্য বিশেষ বরাদ্দ রেখেছেন। অধিকন্তু পিএমও অফিসের গাড়ি কেনার জন্য বরাদ্দকৃত অর্থ স্বাস্থ্য-সেবা খাতে ব্যয় করা হবে। এতে আরো বেশি লোক উপকৃত হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।
আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্য-সেবার কাজে দিয়ে মিতব্যয়ীতার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat