• প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের ভূমিকা নয়।
তিনি বলেন, ‘নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের  কাজ নয়।’
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’-এ এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের হাইকমিশনার এই মন্তব্য করেন।
হাইকমিশনার বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের পরিচালিত হওয়া উচিত এবং এটি বাংলাদেশের নেতৃত্বাধীন একটি প্রক্রিয়া, কারণ এটি এদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
ডিকসন বলেন, দেশের সংবিধানে বর্ণিত মূল্যবোধের আলোকে বাংলাদেশে নির্বাচন পরিচালনার প্রচুর দক্ষতা ও মেধা  রয়েছে।
তিনি বলেন, নির্বাচনী  প্রক্রিয়ার ওপর আস্থা রেখে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এ অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat