ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 টি-টোয়েন্টি  বিশ্বকাপ সপ্তম আসরে সুপার টুয়েলভে  দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামছে  শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকাি। এ পর্বে দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি করে জয়-হার উভয় দলেরই। নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হওয়া শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা   দুই দলই দ্বিতীয় জয়ের স্বাদ  পেতে মরিয়া।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-১এ শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি  শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায় । 
বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে পা রাখে শ্রীলংকা। ৫ উইকেটের জয় দিয়ে সুপার টুয়েলভ শুরু করে লংকানরা। বাংলাদেশের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয় শ্রীলংকা। 
এ পর্বে  নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে  ৫ উইকেটে জয় পায় শ্রীলংকা। টাইগারদের  ছুঁেড় দেয়া ১৭১ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে শুরুতে পিবপদে পড়লেও  প্রতিপক্ষের দুর্বল ফিল্ডিংয়ের  কারণে  জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা। 
সুপার টুয়েলভে শুরুটা দারুন হলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার মানে শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান করেছিলো তারা। দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কা সর্বোচ্চ ৩৫ রান করে করেন। রাজাপাকসে করেন ৩৩ রান।
১৫৫ রানের টার্গে সহজেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। ফর্মহীনতায় ভুগতে থাকা ডেভিড ওয়ার্নার ৪২ বলে ৬৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। 
তবে আগামীকাল দক্ষিণ আফ্রিকাকে হারাতে বোলিংয়ে উন্নতি চান শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। তিনি বলেন  ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের বোলিং ভালো হয়নি। দক্ষিণ  আফ্রিকার বিপক্ষে জিততে হলে বোলিংএ আরও উন্নতি করতে হবে।’
অন্য দিকে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হার দিয়ে আসর শুরু করলেও ঘুড়ে দাঁড়াতে সময় লাগেনি দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। বল হাতে কেশব মহারাজের ২ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৩ উইকেটের সাথে ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস আসরে দক্ষিণ আফ্রিকাকে প্রথম জয়ের স্বাদ এনে দেয়। 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মারমুখী মেজাজে ছিলেন ব্যাটার আইডেন মার্করাম। ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি। তার সাথে রাসি ভ্যান ডার ডুসেনের অপরাজিত ৪৩ ও রেজা হেনড্রিক্সের ৩৯ রান দক্ষিণ আফ্রিকার জয়কে সহজ করে দেয়। 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। শ্রীলংকাকে হারাতে হলে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগ মুর্হূতে বির্তকের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। বর্ণবৈষম্যের কারনে ঐক্যবদ্ধ ভাবে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ঐ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। এতেই বিতর্ক শুরু হয়।
পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন ডি কক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেওয়া যায় তা হলে আমি সেটাই করবো।’
শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাই নয়, এখন পর্যন্ত প্রায় সব দলই ম্যাচ শুরুর আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছে।
টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১০বার জিতেছে প্রোটিয়ারা। ৫বার জয় পায় শ্রীলংকা। ১টি ম্যাচ টাই হয়। 
গত সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা। 
আর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় দুইবার দক্ষিণ আফ্রিকা ও একবার জয় পায় শ্রীলংকা। 
শ্রীলংকা : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চামিকা করুনারতেœ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দা ও আকিলা ধনাঞ্জয়া।
দক্ষিণ আফ্রিকা : তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরিচ ক্লাসেন, আইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat